বন্যার্তদের সাহায্যে প্রযুক্তিখাতের ২ মন্ত্রী

২০ জুলাই, ২০২০ ১৮:৪৩  
করোনাযুদ্ধে ইন্টারনেট ও প্রযুক্তি সেবায় নেতৃত্ব দেয়ার পাশাপাশি ভয়াল বন্যার কড়াল গ্রাস থেকে স্থানীয় জনগনের পাশে রয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দুই মন্ত্রী। বন্যাকবলিত এলাকায় বন্যার্তদের সাহায্যে এগিয়ে এসেছেন তারা। বন্যার্তদের সাহায্যে ত্রাণ নিয়ে নিজের এলাকায় ঘুরে ঘুরে তা বিতরণ করছে। তারা হলেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার বন্যাদুর্গতদের মাঝে মোস্তাফা জব্বারের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।  উপজেলার ৬টি ইউনিয়নের ৮শত দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। খালিয়াজুরী উপজেলা চেয়ারম্যান কিবরিয়া মন্ত্রীর পক্ষে সোমবার ত্রাণসামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ৫শত প্যাকেট শুকনা খাবার ও ৩শত প্যাকেট নিত্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। নাটোরের সিংড়া উপজেলার বন্যা দুর্গত এলাকা ঘুরে ঘুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শেরকোল ইউনিয়ন ও চামারীর ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। পাশাপাশি বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে বাঁধ নির্মাণের কাজ উদ্বোধন করেন তিনি। জাতিসংঘের নেতৃত্বে উন্নয়ন সংস্থাগুলো বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে একটি যৌথ জরিপ করেছে। গত শনিবার প্রকাশিত ‘বাংলাদেশে মৌসুমি বন্যার প্রভাব’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ২১ জেলার ৭৫ লাখ ৩০ হাজার মানুষ চলতি বন্যার কবলে পড়তে পারে। এদের মধ্যে ৩৮ লাখই নারী। পুরোপুরি বাস্তুচ্যুত হতে পারে ২ হাজার ৮৩৩ জন।